শীতার্ত সব দিন

এইখানে এক ঝর্ণা ছিলো আগে।
কে বলেছে ঝর্ণা ছিলো আগে?
বরফ গলে ঝর্ণা হতে 
অনেক সময় লাগে! ওসব মনের ভুল
পাহাড়চূঁড়োয় খেলতে গিয়ে বরফে মশগুল
পথগুলো সব খাড়াই, বাঁকা - গোলকধাঁধায়
মস্ত আঁধারকর
আমার সাথে পথ হারালো একটা শালিখবর।

হুহু বাতাস শিষ দিয়ে যায়, ডাকে-
আমি, নাকি শালিখপাখি, কে পৌঁছালো আগে?
শীতার্ত সব দিন
পথগুলো সব গোলকধাঁধা
পাথুরে মসৃণ!

ঝর্ণা জমে বরফ হতে অনেক সময় লাগে।

২৩ মে ২০২১, সেন্ট্রাল রোড, ঢাকা।

 
অন্যদের জানিয়ে দিন