এইখানে এক ঝর্ণা ছিলো আগে।
কে বলেছে ঝর্ণা ছিলো আগে?
বরফ গলে ঝর্ণা হতে
অনেক সময় লাগে! ওসব মনের ভুল
পাহাড়চূঁড়োয় খেলতে গিয়ে বরফে মশগুল
পথগুলো সব খাড়াই, বাঁকা - গোলকধাঁধায়
মস্ত আঁধারকর
আমার সাথে পথ হারালো একটা শালিখবর।
হুহু বাতাস শিষ দিয়ে যায়, ডাকে-
আমি, নাকি শালিখপাখি, কে পৌঁছালো আগে?
শীতার্ত সব দিন
পথগুলো সব গোলকধাঁধা
পাথুরে মসৃণ!
ঝর্ণা জমে বরফ হতে অনেক সময় লাগে।