গোলাপগ্রামকবিতা / By তুহিন সমদ্দার আমি জানি গোলাপগ্রামের কেউ গোলাপের প্রেমে উন্মত্ত নয়! রাশি রাশি নোট কেটে গোলাপের পাপড়ির স্বেদ আর সতেজ পাতারা পরিপাটি। যে প্রৌঢ়া বয়সিনী প্রতিদিন চারাদের পরিচর্যা করে মাটি সার দেয়- তুলে আনে উটকো আগাছা তার চোখে প্রেম নেই -ভবিতব্য তাকে এই কাজে ইশারা দিয়েছে- চকচকে কয়েনের চাষ! কর্পোরেট পরিবেশে গোলাপেরও অর্থনীতি ভালো। ১৩/১১/২০২০, সেন্ট্রাল রোড। অন্যদের জানিয়ে দিন