কবির কি এসে যায়, তুমি ছাড়া এই বাক্য প্রচারিত হলে!

আলফ্রেড খোকন

অনুষ্ঠান মহাব্যবস্থাপক, এনটিভি

অনুসরণ করুন

বাংলা সাহিত্যে সমকালীন কবিদের মধ্যে অন্যতম প্রধান কবি আলফ্রেড খোকন। দীর্ঘদিন থেকে কর্মরত আছে বেসরকারি টেলিভিশন চ্যনেল এনটিভিতে। লেখালেখির বাইরে তিনি চিত্রকর ও ফোটোগ্রাফারও বটে। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা সর্বমোট ১৬। বাংলা সাহিত্যে সমকালীন কবিদের মধ্যে অন্যতম প্রধান কবি আলফ্রেড খোকন। দীর্ঘদিন থেকে কর্মরত আছে বেসরকারি টেলিভিশন চ্যনেল এনটিভিতে। লেখালেখির বাইরে তিনি চিত্রকর ও ফোটোগ্রাফারও বটে। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা সর্বমোট ১৬। বাংলা সাহিত্যে সমকালীন কবিদের মধ্যে অন্যতম প্রধান কবি আলফ্রেড খোকন। দীর্ঘদিন থেকে কর্মরত আছে বেসরকারি টেলিভিশন চ্যনেল এনটিভিতে। লেখালেখির বাইরে তিনি চিত্রকর ও ফোটোগ্রাফারও বটে। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা সর্বমোট ১৬। বাংলা সাহিত্যে সমকালীন কবিদের মধ্যে অন্যতম প্রধান কবি আলফ্রেড খোকন। দীর্ঘদিন থেকে কর্মরত আছে বেসরকারি টেলিভিশন চ্যনেল এনটিভিতে। লেখালেখির বাইরে তিনি চিত্রকর ও ফোটোগ্রাফারও বটে। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা সর্বমোট ১৬। 

প্রকাশিত গ্রন্থ:

সাম্প্রতিক পোস্ট

এ খুঁজুন

তোমার আঙুলে ঈশ্বর দেখেছি কাল রাতে

নদী যেমন নদী, সমুদ্র তেমনি সমুদ্রই। কেন বলছি? বড় আসলে বড়ই, এমনি এমনি তাকে বড়র মতন দ্যাখায় না। বড় বৃক্ষ অনেক গুণেই বড়। সে বনের অন্যান্য গাছপালাকে ছাপিয়ে যায়, বড় বৃক্ষ আয়ুষ্ফ্মান, ভাঙে কিন্তু মচকায় না। তার ডালপালার বিস্তারও বনভূমিজুড়ে। শঙ্খ ঘোষ বাংলা ভাষার এমনই এক কবি যিনি মহিরুহর মতন- ‘মহা নিমগাছ’। তাঁর প্রাকৃতিক প্রয়াণে তাৎক্ষণিক প্রতিক্রিয়া যদিও জরুরি নয়, কেননা তিনি আজ অপরিহার্য। ৮৯ বছর যাবত তাঁর যে দেহ আমাদের এই প্রকৃতিতে বেঁচে ছিল, সে দেহের …