শালিখকবিতা / By তুহিন সমদ্দার ছেলেটা দেখছে একটা শালিখ বারান্দাতে- একপা বাড়ানো চৌকাঠে আর এক পা ঠেকানো শালিখ তোমার শেকলে রয়েছে মরচে জড়ানো! শঙ্খের মতো সাদা রাত নামে কনভেন্ট রোডে জমাট পসরা লুট হয়ে যাক শালিখের খোঁজে। নবদিগন্ত নবসুর ভাসে নীল নবঘনে- হাইড্রান্ট খোলা- জল পড়ে যায় অনবরত। ছেলেটা দেখছে বারান্দা আছে শালিখটা নেই- পয়ার জমেছে বারান্দা জুড়ে শালিখ ছাড়াই! ৩১ জানুয়ারী, ২০২১ সেন্ট্রাল রোড, ঢাকা। অন্যদের জানিয়ে দিন