কেঁদোবাঘেশ্বরী

ঘোতম মেরে তোমার পাশে

ভামবেড়ালের মতো

চুপচাপ বসে থাকবো ভালো।

কোনো কথা বলবো না, খালি

চুমু খাবো ঠোঁটের কাপে

চুমুক দেবো স্তনগেলাশে তোমার !

হা হা, চুরি করে ভেজে আনা

জানা বা অজানা

রহস্যলহরী তুমি আস্তভাজামাছ

বেড়াল যেমন শুঁকে দেখে

মধ্যেমধ্যে-

খায় না কিন্তু

তোমার শরীর ইতিউতি

রহস্যগোলাপ।

– দেখতে পাচ্ছি মোটকা একটা

বেড়াল বসে আছে!

তার লেজটা মোটা ফুলে আছে

ফুলঝাড়ুদের নানাপ্রকার শোভা-

আর বেড়ালবাবুমশাইয়ের

একটা কানের অর্ধেকটা কালো!

তুমি কেঁদোবাঘেশ্বরী যবে

অন্ধকারে বেসেছিলে ভালো

একটা আস্তভাজামাছ

ম ম করছে- রহস্যমাখানো!

mosaic, fish, tile
অন্যদের জানিয়ে দিন