উদ্বিড়াল দম্পতি পৃথিবী থেকে
বিদায় নিয়েছে এই জেনে, যে
মানুষ এক অমায়িক খচ্চর!
রেডবুক দীর্ঘ হলে
ওদের কিছু আসে যায়না। আসে যায়না
মোবাইলের টাওয়ারের কারণে
কচি নারকোল ঝরে গেলে...
এতোসব কিছুই লাগতো না আমাদের।
এই ইন্টারনেট, এ্যারোপ্লেন, হর্টিকালচার...
সব আমরা কৌতুহলে তৈরি করেছি।
তুষারঝড়ের গড় বিচ্যুতি পরিমাপের
কোন প্রয়োজনই হতো না যদি
পাহাড়কে আমরা না ঘাঁটাতাম।
আমাদের লগফ্রেম, বারচার্ট,
ডোনার রিপোর্ট আর রাশিরাশি
রিসার্চ পেপার কাকাতুয়ার
নিরাপত্তার জন্যও জরুরী নয়