খড়ের পুতুলের ভেতর থেকে
সেদিন তোমাকে আমি
টেনে বার করলাম, আর রাতারাতি
পৃথিবীটা ভীষণরকম
নতুন ভাসানে ভরে উঠলো!
মানুষেরা যার যতো দেনাপাওনা ছিলো
সব শোধ করে
নতুন মানুষ হয়ে গেলো। গাছপালা
অবশিষ্ট পাতায় বল্কলে
দিব্যি গজিয়ে গেলো নতুন মানুষ!
মোড়ে মোড়ে খুলে গেলো ট্রাফিক জ্যাম।
একবিন্দু বৃষ্টিতে
বিশ্বরূপ দেখে ফিরলেন অবসন্ন চাকুরিজীবী
যেদিন তুমি প্রথম চুমু পাঠাবে!